গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ মতবিনিময় সভার আয়োজন করে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্টিত হয়। এ মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি’র ওয়াহিদ উজ্জামান, আকরাম হুসাইন রাজ. আশরেফা খাতুন, তারেক রেজা, জবি’র আবু বকর খান, ঢাবি’র সরদার নাদিম মাহমুদ শুভ, বদরুনেচ্ছা কলেজের জান্নাত এছাড়াও খুবি’র বিশ্বজিৎ দত্ত, ঢাকা কলেজের মউনুল ইসলাম ছাড়াও এন ইউ বি এর তৌহিদুল ইসলাম শুভ, ডি আই ইউ এর বাবু খানসহ রাব্বি, অফ্রিদি প্রমূখ। এসময় সমন্বয়ক ঢাবি’র আশরেফা খাতুন ছাত্র জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এছাড়া ঝিনাইদহ জেলা বৈষম্যবিরাধী ছাত্র আন্দেলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেন রিহান বক্তৃতা করেন। এসময় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, জেলা ছাত্রদলের সভাপতি সমেনুজ্জামান সমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এস এইচ