ময়মনসিংহের ভালুকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টায় চারাগাছ কর্তন ও হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খারুয়ালী এলাকার ওয়াহেদ আলী ফকিরের ছেলে আশরাফুলের পৈতৃক সূত্রে প্রাপ্ত ১৪৬ শতাংশ জমি নিয়ে তার চাচাতো ভাই ইব্রাহিম ফকির গং এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উল্লেখিত জমি নিয়ে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে মামলা নং ৪৮/২০০৮ রায় পায় বাদী পক্ষ। জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ইব্রাহিম তার ভাইসহ আশরাফুলকে জমি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি চাপ প্রয়োগসহ অত্যাচার নির্যাতন করে আসছে ।

ঘটনার দিন ইব্রাহিম গং আদালতের রায় অমান্য করে দুপুরে বেলা বারোটার দিকে আশরাফুলের বসত বাড়ির পশ্চিমে অবস্থিত বাগানে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ১৭/১৮ টি চারাগাছ ভেঙে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিবাদ করতে গেলে আশরাফুলের উপর আকস্মিক আক্রমণ করে তাকে এলোপাথাড়ি মারধর করে তার কাছ কাছে একটা মোবাইল ফোন এবং তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায় ।

এ ঘটনায় আশরাফুল বাদী হয়ে ইব্রাহিম, জুলহাস ও নজরুল ফকিরকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এস এইচ