বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ছাত্র-জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। পতিত সরকার ও শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছে। শিল্পক্ষেত্রে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
১৪ই সেপ্টেম্বর শহীদ মিনারে সমাবেশ ও ১৫ই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ সফল করতে বিএনপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে সংস্কারের কথা বলা হয়েছে, তা দ্রুত শেষ করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে যেতে হবে।
বিএনপি মহাসচিবের অভিযোগ, ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর বিএসএমএমইউতে সঠিক চিকিৎসা দেয়া হয়নি। সেজন্য তার শারীরিক অবস্থার এই অবনতি হয়েছে।
এ সময় সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের ভীত আরো মজবুত করার কথা জানান বিএনপি নেতারা।
বার্তাবাজার/এস এম