ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসানের পদত্যাগের জন্য বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পরেও পদত্যাগ না করায় পুণরায় আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আলটিমেটামের ডেডলাইন শেষ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে আন্দোলন শুরু করেন কয়েক শতাধিক শিক্ষার্থী। এসময় তাদেরকে ‘দুর্নীতিবাজ হটাও, স্বাস্থ্য কমপ্লেক্স বাঁচাও’, ‘দফা এক দাবী এক, ডা. নাজমুল এর পদত্যাগ’, ‘দুর্নীতিবাজ ডা. নাজমুলের, আলফাডাঙ্গায় ঠাঁই নাই’, ‘দুর্নীতির বিরুদ্ধে, রুখে দাঁড়াও একসাথে’ ইত্যাদি প্লেকার্ড প্রদর্শন করে বিক্ষোভ করতে দেখা যায়। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

এরআগে গত মঙ্গলবার আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসানের বিরুদ্ধে ১৪টি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবী জানিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হাসানের পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। এদিকে বুধবার (১১ সেপ্টেম্বর) ডা. নাজমুল হাসান পারিবারিক কারণ দেখিয়ে সাত দিনের ছুটিসহ কর্মস্থল ত্যাগের জন্য সিভিল সার্জনের নিকট আবেদন করে ও-ই দিন গভীররাতে কর্মস্থল ত্যাগ করেন তিনি। কর্মস্থল ত্যাগকালীন সময়ে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তানজিন জাহানকে দায়িত্ব দেন।

তূর্য রহমান পার্থ নামে আন্দলোনকারী এক শিক্ষার্থী বলেন, ‘মহা দূর্নীতিবাজ ডা. নাজমুল হাসানের পদত্যাগের দাবীতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দলোন করছি। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানজিন জাহান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’র পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা-ই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।’

এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসানের বক্তব্য জানতে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ফরিদপুর ডেপুটি সিভিল সার্জন শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা বার্তা বাজার’কে জানান, ‘ইতোমধ্যে বিষয়টি আমরা অবগত হয়েছি। জেলায় সদ্য সিভিল সার্জন মহোদয় যোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তার সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বার্তাবাজার/এস এইচ