মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জিডিতে যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জিডিতে বদিউজ্জামান দিদাদ একটি ফোন নম্বর উল্লেখ করে লিখেছেন, ৪ সেপ্টেম্বর নগদের সাবেক সিইও তানভীর এ মিশুক তার মোবাইলফোনে হোয়াসটঅ্যাপের মাধ্যমে খুদে বার্তা পাঠান। তিনি ওই খুদে বার্তার বক্তব্যে ‘একধরনের হুমকি বোধ’ করছেন। সে কারণে তিনি এ বিষয়ে জিডির আবেদন করেন।

সরকার পরিবর্তনের পর গত ২১ আগস্ট নগদ পরিচালনার জন্য প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিচালনায় ছয় জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের কর্মকর্তারা নগদের কার্যালয়ে গিয়ে পুরো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন।

তবে নগদ আগের মতোই স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে বলে জানান কর্মকর্তারা। প্রতিষ্ঠানটিতে আগে নিয়োগ করা কর্মীরাই দায়িত্ব পালন করছেন। শুধু সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তা মারুফুল ইসলামকে দায়িত্বে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা তিন জনই নগদের মালিকানার সঙ্গে যুক্ত।

 

বার্তাবাজার/এসএম