গোবিন্দগঞ্জে সড়ক উপর থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাতানামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কামদিয়া ইউনিয়নের তালিতা এলাকায় সড়কের উপর পড়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগী পুলিশ তদন্ত অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্রের একাধিক আঘাতে তাকে হত্যা করা হয়। তার সাথে কোন পরিচয়পত্র বা মোবাইল না থাকায় মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

বার্তাবাজার/এস এইচ