সরফরাজ চৌধুরী নয় পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। তিনি সাবেক স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব। বুধবার দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানের নামের বানান ভুল ছিল। সরফরাজ চৌধুরী নয় পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানের নাম সফর রাজ হোসেন।
এদিকে বুধবার প্রধান উপদেষ্টা ড. ইউনুসের ভাষনের পর বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে পরে সরফরাজ চেীধুরীর নাম এবং ছবি ,সেখানে যে ছবি ছড়িয়ে পরে সেই সরফরাজ চৌধুরী হলেন চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ও চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের উপদেষ্টা ।