ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্ত দিয়ে পালানের সময় বিজিবির হাতে আটক হয়েছে চট্রগ্রাম-৬ আসন (রাউজানের) সাবেক সংসদ সদস্য এবিএম ফয়জুল করিম চৌধুরী।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়ন আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক সংসদ সদস্য এবিএম ফয়জুল করিম চৌধুরীকে আটক করেন ২৫ বিজিবি ব্যাটালিয়ান ফকির মোড়া ক্যাম্পের সদস্যরা।
এ সময় তাকে পালানোর সহযোগিতা করার দায়ে সাবেক মেম্বার হান্নান মিয়া ও নাঈমকে গ্রেফতার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী সহ স্থানীয় দুই জনকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ।
শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এসএম