ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হাজীপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য মোঃ বাছির মিয়া সহ গ্রামের সাধারন মেহনতি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাজীপুর গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় অসংখ্য নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় সকল বক্তারা বলেন, হাজীপুর দক্ষিন পূর্ব পাড়ার এরশাদ আলীর ছেলে মাইনু স্থানীয় ইউপি সদস্য বাছির মিয়া সহ গ্রামের সাধারণ মেহনতি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে গ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করার চেস্টা করতেছে। মানববন্ধনে তারা অভিযুক্ত মাইনুর এমন ঘৃণিত কর্মকান্ডের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এব্যাপারে অভিযুক্ত মাইনু মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে মানববন্ধনে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরো বলেন, যাদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন তারা সবাই এলাকার ত্রাস হিসেবে পরিচিতো। তারা সবাই মিলে সম্প্রতি তার বাড়িঘর ভাংচুর করে লোটপাট করেছেন। সুষ্ঠু বিচারের জন্যই তিনি মামলা করেছেন বলে জানান।
বার্তাবাজার/এস এইচ