আশুলিয়ায় অসন্তোষ দেখা দেওয়া কারখানাগুলোর শ্রমিকদের বেতন রাতে অথবা বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বুধবার চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা বলেন।
আসিফ জানান, শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। বেক্সিমকোসহ সব তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা দ্রুত পরিশোধের ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, শ্রম সংশ্লিষ্ট না এমন অনেকেই এই অসন্তোষ ছড়াচ্ছেন অনুপ্রবেশকারী হিসেবে। বিজিএমইএয়ের পক্ষ থেকে জানানো হয় ৪০ থেকে ৬০টি কারখানা এখন বন্ধ আছে। ১০ থেকে ১৫ ভাগ অর্ডার সাময়িক সময়ের জন্য অন্য জায়গায় চলে গেছে।
শ্রম উপদেষ্টা বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নেবে।
শনিবারের মধ্যে শ্রমিক অসন্তোষ কমবে উল্লেখ করে আসিফ বলেন, প্রয়োজনে সরকারি আর্থিক ঋণ প্রণোদনা দ্রুত গ্রহণ করতে হবে।
এদিকে একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএমজি এবং নন-আরএমজি সেক্টরের শ্রম অসন্তোষ পরিস্থিতি পর্যালোচনাপূর্বক ব্যবস্থা গ্রহণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় আসিফ জানিয়েছেন, আরএমজি এবং নন-আরএমজি সেক্টরের শ্রম অসন্তোষ পরিস্থিতি পর্যালোচনার শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, আপাতত শ্রমিকরা যে সমস্যাগুলো ফেস করছেন, তাদের দাবিগুলো যাতে নিদিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেস করতে পারেন সে লক্ষে একটি কমিটি করা হয়েছে। কমিটিতে তিন জন শ্রমিক নেতা, দুই জন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মালিক পক্ষের দুই জন সদস্য আছেন।
এসময় শ্রম উপদেষ্টা জানান, আজকে উপদেষ্টাদের নিয়ে জরুরি সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো-
- শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধের ব্যবস্থা।
- মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানাও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জন সম্পৃক্ততা বাড়ানো।যথাসম্ভবে মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণ।
- ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদসহ সংশ্লিষ্ট বিদ্যমান কমিটিসমূহ পুনর্গঠন পূর্বক হালনাগাদ করা।
বার্তাবাজার/এসএম