ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দেশের জনপ্রিয় দৈনিক ইনকিলাব এর সাবেক আখাউড়া প্রতিনিধি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ সারোয়ারের ১ম মৃত্যু বার্ষিকী আজ।

দিবসটি উপলক্ষে আজ (১১ সেপ্টেম্বর) বুধবার বাদ জোহর নামাজের পর পৌর শহরের রাধানগর গ্রামে মরহুমের নিজ বাড়িতে কোরআন খতম, মিলাদ-দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে।

প্রয়াত মোঃ ইউসুফ সারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর কিডনি জনিত রোগে তিনি মৃত্যু বরণ করেন।

মরহুমের আত্মার মাগফেরাতের জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার একমাত্র ছেলে দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি।

বার্তাবাজার/এমআই