নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে লোহাগড়া মাঠকুমড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

নিহতরা হলেন, মো.রাসেল (১৬) পিতা জামাল মোল্লা,সামীম (৩৫) পিতা মো. হিমায়েত, মো.জিয়া (৪০) পিতা,রমজান। ও গুরুতর আহত তুহিন শেখ পিতা হবিবার শেখ গ্রাম,মাঠকুমড়ি

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেব মোল্লা তার চাচী, মঙ্গলবার (১০সেপ্টেম্বর) রাতে মারা যায়, চাচীকে গোসল করিয়ে খাটিয়া আনতে মাঠকুমড়ি জামে মসজিদে যায় তারা ৮জন, পরে সেখান থেকে খাটিয়া নিয়ে বাড়ীতে চলে আসে তারা ৪ জন, পরে আর ৪ জন বাড়িতে না আসলে তাদেরকে খুঁজতে আমতলা রোডে আসলে দেখে রাস্তার উপর মর্মান্তিকভাবে তাদেরকে ট্রাকের নিচে চাপা দিয়ে দ্রুত গতিটা ট্রাক পালিয়ে যায়, ২ জন ঘটনাস্থলে মারা যান, একজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, ও গুরুতর আহত অবস্থায় তুহিন শেখকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ ময়না তদন্ত করে আইনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ও পালিয়ে যাওয়া ট্রাক কে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এমআই