ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাতের আধারে এক শিক্ষকের উপর দুবৃর্ত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।
আজ (১০সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলার হাজীপুর শহীদ স্মরণীকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এই মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ সেলিম রাজা, শিক্ষিকা প্রনতী রানী দাস, সাবেক শিক্ষার্থী লোকমান চৌধুরী, মনির হোসেনসহ আরও অনেককেই।
এসময় শিক্ষার্থীরা, রাতের আঁধারে পরিকল্পনীয়ভাবে যারা শিক্ষকের উপর হামলা চালিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। শিক্ষার্থীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন নতুবা আরো কঠোর কর্মসূচী দেয়ার হুঁশিয়ারি দেন।
বর্তমানে আহত শিক্ষক মো. রফিকুল ইসলাম ঢাকার হার্ট ফাউন্ডেশন চিকিৎসাধীন। তিনি ওই স্কুলের সহকারী একজন শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম রেজা জানান, আমার বিদ্যালয়ের শিক্ষকের উপর সন্ত্রাসীদের হামলার দ্রুত বিচার দাবী জানাচ্ছি।
বার্তাবাজার/এস এইচ