ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের হামলায় নিহত সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের অটোরিকশা চালক আব্বাস আলীর অসহায় পরিবারকে একটি গরু উপহার করেছে তারুণ্যের সরাইল নামক সংগঠন।
তারুণ্যের সরাইল সংগঠনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকায় কেনা গরুটি আব্বাস আলীর স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। অভাব অনটনে দিন যাপন করা অসহায় পরিবারটিকে একটি গরু দিয়ে সহযোগীতা করার জন্য তারুণ্যের সরাইল সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এসময় পাভেল মিয়া, কাজী শরিফ, সাগর আহমেদ শরীফ, আতিকুল ইসলাম ইফরান, রায়হান চৌধুরী অভি, সাহিন হক শুভ, হানিফ, সবুজ, দ্বীপ ইসলাম, শিফাত, এমদাদুল হক, জিলানী, ইসরাত জাহান তন্নী উপস্থিত ছিলেন।
গরুটি প্রদানকালে তারুণ্যের সরাইল সংগঠনের সদস্য রায়হান বলেন, গত বেশ কয়েক মাস আগে ছিনতাইকারী’র কবলে পরে প্রাণ হারিয়েছিল রিকশা চালক আব্বাছ আলী। একমাত্র উপার্জনকারী আব্বাস আলীকে হারিয়ে অসহায় হয়ে পরেন তার ছোট্ট ৭ সন্তান ও স্ত্রী। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল তারুণ্যের সরাইল।
তিনি আরও বলেন, নানা কারণে বিলম্ব হলেও আজ দেশ ও প্রবাসে অবস্থানরত মানবিক মানুষদের সহযোগীতায় তাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের চাহিদামতো একটি গরু প্রদান করা হয়েছে। মানুষ মানুষের জন্য তারুণ্যের সরাইল সংগঠন এই চিন্তা চেতনায় বিশ্বাসী।