নন টেকনিক্যাল ক্রাফট ইনস্ট্রাক্টর হটাও কারিগরি শিক্ষা বাঁচাও সহ মোট ছয়দফা দাবিতে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সোমবার (৯ সেপ্টেম্বর দুপুরে) শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল জনবল নিয়োগ, ক্রাফট ইন্সট্রাক্টরদের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট এবং ২০২১ সালে বেআইনিভাবে নিয়োগবিধি পরিবর্তন করে রাতের আঁধারে ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার’এই প্রতিপাদ্য কে সামনে রেখে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন অত্র ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ও টিসিটি ডিপার্টমেন্টের সকল সাধারণ ছাত্র -ছাত্রী অংশগ্রহণ করেন।

৬ দফা দাবিগুলো হলো- কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের (৬ মাস) করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ, কারিগরি সেক্টরে সকল শূন্যপদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করা, উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখা। আয়োজনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট,বুড়িরহাট শরীয়তপুর।

বার্তাবাজার/এস এইচ