সীমান্তে কিশোরী স্বর্ণা দাসের মর্মান্তিক হত্যাকাণ্ডসহ সকল সীমান্ত হত্যার বিরুদ্ধে কঠোর কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের দাবি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানান এবং স্বর্ণা দাস হত্যার বিচারসহ সীমান্তে সব ধরনের হত্যাকাণ্ড বন্ধের দাবি তোলেন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর রাতে কুলাউড়ার লালারচক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত হয় স্বর্ণা দাস। সে তার মা সঞ্জিতা রানী দাসের সঙ্গে ভারতে অবস্থানরত তার বড় ভাইকে দেখতে যাচ্ছিল। ঘটনার সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজনও আহত হন।

এ ঘটনার প্রেক্ষিতে ২ সেপ্টেম্বর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং স্বর্ণা দাসের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে কূটনৈতিক প্রতিবাদ জানায়।

সীমান্ত হত্যার বিরুদ্ধে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে সীমান্তে সকল ধরনের সহিংসতা বন্ধের জন্য সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

বার্তাবাজার/এস এইচ