ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি শামীমা রশীদ। এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গোলজার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সাইদুর রহমান, মহিলাদল নেত্রী আফরোজা আক্তার, নুরুন্নাহার, মাহফুজা, নাসরিন, রীনা, লাভলি, পৌর শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সাবেক আহবায়ক তাজ উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কায়েসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা ও সাম্প্রতিক বন্যা ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর মহিলাদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এস এইচ