ময়মনসিংহের ভালুকায় ডাকাতিয়া ইউনিয়নের একটি প্রাইমারি স্কুলে চুরির ঘটনায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দিনার নামে (২২) ও আলী আহাম্মদ (৪৫) নামে ২ চোরকে আটক করেছে মডেল থানার পুলিশ।
৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ভালুকা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, উপজেলার ৫৯নং ডাকাতিয়া সরকারি প্রাইমারি স্কুলের অফিস কক্ষে গত ৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা থেকে ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় চুরি সংঘটিত হয়। এসময় অভিযুক্তরা অফিস কক্ষের দরজার তালা ভেঙে অফিস কক্ষ হতে ১টি সাউন্ড বক্স, ১টি আইপিএস মেশিন, ২টি আইপিএস ব্যাটারি, ১টি ফটোকপি মেশিন (যার সর্বমোট মূল্য ২,০০,০০০/- টাকা) চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলের সহকারী শিক্ষক মাসুদ রানা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।
এরপর মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মো. আব্দুল বারেক, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সাহায্যে ভালুকা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আংগারগারা বাজার হতে আসামি মো. দিনারকে (২২) গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে টাঙ্গাইল জেলার সখিপুর থানার পৌরসভার ৩নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে আসামি আলী আহাম্মদকে (৪৫) গ্রেফতার করে তার হেফাজত হতে স্কুলের চুরি যাওয়া উপরোক্ত মালামাল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বার্তা বাজারকে জানান , অভিযুক্ত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এস এইচ