ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের উপর গভীর রাতে হামলা ও বসতঘর দখলের অভিযোগ উঠেছে। শনিবার (৭ই সেপ্টেম্বর) রাত ২ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ৯নং ওয়ার্ড বাচ্চু বরদার বাড়ীতে এ ঘটনা ঘটে ।
অভিযুক্তরা হলেন, শাহেল আলম বরদার(৫০), সাফিজল বরদার (৪০), তারেক বরদার ( ৩০), নকীব বরদার (২৫), শাহেদ হোসেন (৩৫), সালমান হোসেন (২০) শাজাহান বরদার (৮০) , হারুন বরদার ( ৩৫), সেলিম বরদার (৫০) মুন্না বরদার (৫৫) আলী হোসেন (৬০) আলী (৩০) নশু মাতাব্বর (৫০) মোহাম্মদ হাসান ( ৩০) আনোয়ার মৌলভী (৫৫)। তারা সবাই গঙ্গাপুর ৯ নং ওয়ার্ড জয়া নামক গ্রামে। এছাড়াও তাদের সাথে বহিরাগত আরো ৩০/৪০ জনসহ হামলা চালান বলে অভিযোগ করেন বাচ্চু গংরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গঙ্গাপুর জয়া মৌজার ৩২৫ নং,খতিয়ানের ৩৫২২ নং দাগে ওয়ারিশ সূত্রে মালিক হয়ে বাচ্চু বরদার ৫ বছর ধরে বসতঘর করে ভোগ দখল করে আসছেন। উক্ত ৩৫২২ দাগের ৩৯ শতাংশ জমি শাহে আলম বরদারের পিতা হরমুজ বরদারের নামে ভুলে বিএস জরিপে অন্তভূক্ত হয়। পরে ওই বিএস এর জরিপ সংশোধনের জন্য দেওয়ানী আদালতে মোকাম বোরহানউদ্দিন সহকারী জজ আদালত ৪১২০ নং মামলা চলমান রয়েছে৷ এছাড়াও অভিযুক্তরা বিভিন্ন সময় অবৈধভাবে দখলের চেষ্টা করলে বাচ্চু গংরা সুপ্রিমকোর্টে মামলা করেন যার নাম্বার ১২৫/২১। সুপ্রিম কোর্ট মামলার আদেশে বলা হয়, বিরোধী জমি আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পযর্ন্ত বর্তমানে দখলীয় মালিক বাচ্চু বরাদার গংদের দখলে থাকবে৷ কিন্তু অভিযুক্তরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার (৭ই সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে অভিযুক্তরা হামলা ও ভাঙচুর করে ঘরে থাকা নারী ও পুরুষসহ অত্যন্ত ১০ জনকে পিটিয়ে বসতঘর থেকে বের করে দেয়। পরে আহতরা ৯৯৯ এ পুলিশের সহায়তা চাইলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতারে প্রেরন করেন৷ বর্তমানে আহতরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে৷
আহতরা হলেন, বাচ্চু বরদার (৬৫), আলম বরদার (৪০), মোকাম্মেল বরদার (২৫), সিয়াম বরদার (১৪), খাদিজা (৯৫) রুব্বান বেগম (৩৫) রাজিয়া বেগম (৩০) নুপুর বেগম (১৩) ও রানু বেগম (৪০)। তারা সবাই গঙ্গাপুর ইউনিয়ন জয়া নামক গ্রামের স্থায়ী বাসিন্দা। গঙ্গাপুর ইউনিয়ন যুবদল নেতা সবুজ বরদার জানান, বাচ্চু গংরা দীর্ঘ এক যুগ ধরে জমিতে ভোগদখল করে পাকা ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। স্থানীয় জনপ্রতিনিধি একাধিকবার এই জমির শালিস করে জমির কাগজপত্র বৈধ হওয়ায় বাচ্চু বরাদারদের বুঝিয়ে দিয়েছেন৷ সেখানে আমিও ছিলাম৷ কিন্তু শাফিজল বরদাররা গতকাল গভীর রাতে হামলা করে বাচ্চু বরাদারদেরকে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনায় পুরো এলাকাবাসী দুঃখপ্রকাশ করেন৷
বর্তমানে বিরোধীয় সম্পত্তিতে বাচ্চু বরদারের থাকা বসতঘরে শাফিজল বরদার গংরা দখল করে রেখেছেন। ঘটনা স্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে শাফিজল গংরা আত্মগোপনে গেলেও ৫/৬ জন নারীকে ওই ঘরে দেখা গেছে৷ পরে ঘটনায় বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। ঘটনার বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বারুল ইসলাম বলেন, পুলিশ ৯৯৯ কল পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। পরে, আহত বাচ্চু গংদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন এবং শাফিজল গংদের ঘর থেকে বেড়িয়ে যেতে নির্দেশ প্রদান করন। এবিষয়ে আরো জানা, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/এস এইচ