ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে মোড়ে প্রতিদিনের যানযট মুক্ত করতে সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত ও খানাখন্দ ইট দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করেছে হাইওয়ে থানা পুলিশ ফলে চালকসহ যাত্রীদের মধ্যে কিছু টা স্বস্তি ফিরে এসেছে।
সরেজমিন ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে অংশে বড় বড় গর্তে ভাঙ্গা ইটের সুরকি ও ইট দিয়ে ভরাট করতে দেখা গেছে। খোজ নিয়ে জানা যায়, ঢাকা-সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ের ওপর দিয়ে দেশের বিভিন্ন স্থানে যানবাহন যাতায়াত করে। গত ৫ আগস্ট পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর জেলায় নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। ফলে সড়কে খানাখন্দে ভরপুরে কুমিল্লা সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ। এতে যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি।
কার্যক্রমে উপস্থিত ছিলেন, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মারগুব তৌহিদ,এস আই (নি) মো: সারোয়ার হোসেন,সার্জেন্ট সুজা ইসলাম, এ এস আই মো: শাহিন মিয়া, এটিএসআই মৃণাল কান্তি দেব প্রমুখ। এ ব্যপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মারগুব তৌহিদ বলেন, নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের প্রকল্পের কাজ বন্ধ থাকার কারণে বৃষ্টি পানি জমে সড়কের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিশ্বরোড মোড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। এতে সৃষ্টি হচ্ছে যানযট।
তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট সাথে যোগাযোগ করে সংস্কারের জন্য বলা হয়েছে। রাস্তার সংস্কার কাজ দেরি হচ্ছে বলে হাইওয়ে থানা পুলিশ যানজট নিরসনসহ দুর্ঘটনা রোধে এ উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করি সংশ্লিষ্ট বিভাগ দ্রুত মহাসড়কে থাকা বিভিন্ন খানাখন্দ ও গর্তগুলো সংস্কারে উদ্যোগ নিয়ে যাত্রাপথকে আরও নিরাপদ করবে।
বার্তাবাজার/এস এইচ