যৌন হেনস্তার দায়ে বরখাস্ত করা হয়েছে টলিউড পরিচালক অরিন্দম শিলকে। এরপরই সরব হয়েছেন সেখানকার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। মেকআপ আর্টিস্টসহ অনেকের কাছে হেনস্তার শিকার হন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।

সুদীপ্তা বলেন, ‘‘একজন মেকআপ আর্টিস্ট আমার চোখ আঁকছেন। এদিকে শরীরের ওপর চাপ দিয়ে চোখ আঁকছেন। সাউন্ড রেকর্ডিস্ট ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন। কিন্তু এত ছোট ছিলাম, ভয়ে বলতে পারিনি। যদি বকে দেয়।’

তিনি আরো বলেন, ‘ব্যাপারটা শুধুমাত্র একজন মেয়েকে অশালীনভাবে ছোঁয়ার বিষয় নয়। এখানে মেয়েদের শরীর নিয়ে কথা বলা হয়। নারীদের হেয় করা হয়। নোংরা গালাগালি দেওয়া হয়। শুনি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গালিগালাজ করাটাই প্রথা। কত ছোট ছোট মেয়েরা কাজ করে, তাদের অভিভাবকরা এ সব দেখে ভয় পেয়ে যান! এ বার এই কালচারটা বন্ধ হওয়ার সময় এসেছে।’

অরিন্দমকে নিয়েও কথা বলেছেন সুদীপ্তা। তার সঙ্গে একাধিক কাজ করলেও কখনো নিগ্রহের অভিজ্ঞতা ঘটেনি বলে জানান। তবে বহু বছর ধরে অন্য নারীদের অভিযোগের কথা কানে আসছিল বলে জানান অভিনেত্রী।

বার্তাবাজার/এমআই