নতুন বাংলাদেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংগঠন গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি)।
সোমবার (৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের পাশে এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বট এবং ফলদ বৃক্ষরোপণ করে সংগঠনের সদস্যরা।
জানা যায়, কর্মসূচিতে তারা প্রাথমিক ভাবে ২টি বট গাছ, ৫টি তালগাছ, নিম ২০ টি, জলপাই ৫টি, আমলকী ৫টি, জাম ২টি, গাব ৫টি, চালতা ৫টি, বিলম্বী ২টি, আম ২টি, পেয়ারা ২টি,তেতুল ২টি, লটকন ২টি, ১টি সফেদা এবং ৫টি সুপারি গাছ রোপণ করেন। এ কর্মসূচি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের সংগঠন গুলো বহু আগে থেকে সবুজায়নের কার্যক্রম পরিচালনা করছে। সে-ই ধারাবাহিকতায় জিবিসিডিসি এ কর্মসূচি হাতে নিয়েছে। পরিবেশ রক্ষায় তাদের এই উদ্যোগকে সাদুবাদ জানাই।’
এ বিষয়ে জিবিসিডিসি’র সাংগঠনিক সম্পাদক নাসিম বলেন, ‘সবুজায়নের লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। আমরা মানব বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে এ বছর ১০০০ টি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। প্রাথমিক ভাবে প্রায় ১০০টি গাছ লাগানো হচ্ছে। এ আয়োজনে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান , পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজ, বিভিন্ন বিভাগের শিক্ষক, জিবিসিডিসি’র লিড মেন্টর, অন্য নেতৃবৃন্দ সহ সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ক্যাম্পাসের সবুজায়নকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ২০১৪ সাল থেকে প্রতি বছর গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই কার্যক্রম পালন করছে। তারই ধারাবাহিকতায় ক্যাম্পাসের অন্য শিক্ষার্থী সংগঠনগুলো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।
বার্তাবাজার/এস এইচ