রাজধানীর বাড্ডা থানার লুট হওয়া একটি পিস্তল নিয়ে কুমিল্লায় বিক্রি করার উদ্দেশ্যে আসা তুহিন আলম (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় তুহিনের কাছ থেকে পুলিশের লুট হওয়া ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। রবিবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তুহিন দীর্ঘদিন ধরে রাজধানীর উত্তর বাড্ডা থানার স্বাধীনতা স্বরণী রোড এলাকায় হোটেলে কাজ করতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের খবর পেয়ে তুহিন সহ দুষ্কৃতিকারীরা ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে। থানার অভ্যন্তরে থাকা অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্রাদি লুটপাট ও ধ্বংস করে। ওই সময় তুহিন পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ সমূহ লুট করে অসৎ উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।

একপর্যায়ে গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে লুট হওয়া ওই অস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ঢাকা থেকে কুমিল্লায় আসেন তুহিন। পরে ওই দিন রাতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর টমছম ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে দুষ্কৃতিকারী তুহিন আলম গ্রেপ্তার করেন। এ সময় তুহিনের কাছ থেকে পুলিশের লুট হওয়া ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন অস্ত্র লুটের সত্যতা স্বীকার করেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

বার্তাবাজার/এসএম