জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা সংলগ্ন খাবারের দোকানগুলোতে অভিযান চালিয়ে ফ্রিজে অস্বাস্থ্যকর, পচা-বাসি খাবার রাখা ও পরিবেশনের অভিযোগে চারটি দোকানে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে কনজ্যুমারস ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১৫ জুন) রাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, ভাসানী হল, কামালউদ্দীন হল সংলগ্ন বটতলার খাবারের দোকানগুলোতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সিংগাইর হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, জুনায়েদ বিরিয়ানি হাউজ এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, আল মদিনা হোটেল ও রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও ধানসিড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ও আ. ফ. ম. কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইখতিয়ার উদ্দিন বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা আ ফ ম কামালউদ্দিন হল, মওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু হলের আওতাধীন দোকানগুলোতে অভিযান চালিয়েছি। পচা-বাসি খাবার রাখা ও পরিবেশনের অভিযোগে চারটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া সেখানকার খাবারের মান ও পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি খাবারের দাম নির্ধারণেও আমরা নতুন মূল্যতালিকা দিবো।
এসময় বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ইসরাফিল আহমেদ, সিওয়াইবি জাবি শাখার সভাপতি মো. নাঈম ইসলাম ও সাধারণ সম্পাদক উম্মে মোতাহারা অনামিকাসহ সংগঠনটির অন্যান্য সদস্যরাও এ অভিযানে অংশ নেন।
বার্তাবাজার/এম আই