নোয়াখালী হাতিয়ায় শান্তি শৃঙ্খলা রক্ষা সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া শাখার নেতৃবৃন্দ।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মিল্টন চাকমার কার্যালয়ের সৌজন্যে সাক্ষাৎ পরবর্তী এই বৈঠক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া দক্ষিণ শাখার সভাপতি মুফতি ওসমান গনি, নিঝুমদ্বীপ শাখার সভাপতি মুফতি মোহাম্মদ ইলিয়াস, উত্তর শাখার সভাপতি মোহাম্মদ সুমন গিফারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ইসলামী আন্দোলনের নেতারা হাতিয়ার বর্তমান পরিবেশ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ছয় দফা লিখিত প্রস্তাবনা পেশ করেন । পরে হাতিয়ার সকল অন্যায় অপরাধ বিচার বহির্ভূত কর্মকাণ্ড বন্ধে প্রশাসন তথা আইনশৃঙ্খলা বাহিনীকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

বার্তাবাজার/এস এইচ