বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাসে বিভিন্ন কারনে আসা ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রলীগ কর্মী সার্টিফিকেট তুলতে ও ক্লাস করতে আসলে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, কোটা আন্দোলনের বিপক্ষে থাকা শিক্ষক-কর্মচারিদের ভিসি নিয়োগের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ক্যাম্পাসে আসা নিষেধ ছিলো। শিক্ষক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে আসলে সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ভবনে একত্রিত হয়। এ সময় সার্টিফিকেট তুলতে ও ক্লাস করতে আসা কিছু ছাত্রলীগ কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে তাদের বের হয়ে যেতে বললে তারা দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে। ঘটনা চলাকালীন সময়ে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।
এ সময় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় অন্যতম সমন্বয়ক তারিফুল ইসলাম শরিফ বলেন,” যাদের বিরুদ্ধে কম অভিযোগ তাদের ক্ষমা এবং যাদের বিরুদ্ধে বেশি তাদের বিষয়টা উপাচার্য আসার পর বিচারের আওতায় আসবে তারপর ক্লাস করবে। আমাদের স্পষ্ট বার্তা, স্বৈরাচারের দোসর বা দালাল সুশীল হয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে আমাদের কাজে ব্যাঘাত ঘটায় তা সাধারণ শিক্ষার্থীরা শক্ত হাতে প্রতিহত করবে।”
বার্তাবাজার/এস এইচ