ঢাকা কলেজস্থ মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মামুন শেখ ও সাধারণ সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: সাইখান আলীকে ঘোষণা করা হয়। উক্ত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব থাকবে।

আজ(৮ সেপ্টেম্বর)রবিবার মাগুরা জেলার ঢাকা কলেজের শিক্ষার্থীদের এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও এই কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সুহাইল লাবিব মীর, সংগঠন সম্পাদক খন্দকার আবু জার,অর্থ সম্পাদক মোহাম্মদ আরজু সহ ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সদ্য ঘোষিত নতুন সভাপতি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা ঢাকা কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা কলেজস্থ মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ গঠন করতে সক্ষম হয়েছি। দীর্ঘদিন ধরে মাগুরা জেলার শিক্ষার্থীদের জন্য আমরা কিছু করতে পারিনি। তবে আমরা এবার আশাবাদী নতুন এই কমিটির আমরা সকলে মিলে সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকতে পারবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন,আমরা আমাদের আংশিক কমিটি বাস্তবায়ন করেছি। তবে আগামী তিন কার্যদিবসের মধ্যে আমরা আমাদের বর্তমান – সাবেক সকলের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। উল্লেখ্য, ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে বিভিন্ন আঞ্চলিক সংগঠন সক্রিয় রয়েছে যারা ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঢাকা কলেজ মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ তেমনই একটি ছাত্র সংগঠন। নিয়মিত সেশনের পাশাপাশি সংগঠনটি কলেজে নানা কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে।

বার্তাবাজার/এস এইচ