মাদারীপুরের রাজৈরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০জন কার্ডধারী মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় তাদেরকে দুটি করে ছাগল, একটি করে খোয়ার, খাদ্য ও ঔষধ দেয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।

বার্তাবাজার/এম আই