ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা নৌ-কল্যাণ সমাজ নামে একটি সমিতির কার্যালয়ে চুরি সংগঠিত হয়েছে।
এ ঘটনায় শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, ৫৪ জন নাবিক সদস্য নিয়ে ২০২২ সালের ১ জানুয়ারি বানা নৌ-কল্যাণ সমাজ নামে একটি সমিতি যাত্রা শুরু করেন। বানা বাজারে সংগঠনটির একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। গত ৫ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত কার্যালয়টির মালামাল অক্ষত ছিলো। কিন্তু ৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কার্যালয়টিতে এসে টিনের ঝাপের নিচের অংশ ও উত্তর পাশের দরজাটি খোলা দেখতে পায়। পরে তিনি লোকজন ডেকে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে দেখেন ড্রয়ারের তালা ভাঙা ও সব জিনিসপত্র এলোমেলো রয়েছে। পরে খোঁজ নিয়ে দেখেন, কার্যালয়ের টিনের ঝাপের তালা ভেঙে কে বা কাহারা ভিতরে প্রবেশ করে একটি এলইডি টেলিভিশন, দুইটি ফ্যান ও ড্রয়ারে রক্ষিত কিছু নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
বানা বাজার বনিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, ‘ব্যবসায়ীদের মধ্য থেকে প্রতিরাতে চারজন বাজার পাহারা দেন। কিন্তু তাদের অজান্তে বাজারের বানা নৌ-কল্যাণ অফিসের মালামাল ও কিছু নগদ অর্থ চুরি হয়ে গেছে।’আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বার্তাবাজার/এস এইচ