শুদ্ধ সাংস্কৃতিক চর্চার বিকাশে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব।
শুক্রবার সন্ধ্যায় পুরাতন ভবনের অডিটোরিয়ামে কেক কেটে ক্লাবটি যাত্রা শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা।
তিনি ক্লাবের সদস্যদের প্রতি শুভ কামনা জানিয়ে বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব ভালো কিছু করবে। সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে সমাজকে আলোকিত করতে ভবিষ্যতে নানামুখী অনুষ্ঠানের আয়োজন করবে ক্লাবটি এবং আগামি দিনে মুগ্ধতার ছাপ রাখবে- এমনটা প্রত্যাশা আমার।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন, কো-অর্ডিনেটর ওমর ফারুকসহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ।
বার্তাবাজার/এস এইচ