জিনের বাদশা সেজে মোবাইল ফোনে প্রতারণা করে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আব্দুর রশিদ ও আবু মিয়া নামের দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত দুই প্রতারকের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ উপজেলার মিরুপাড়া এলাকায়।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর সারোরা পূর্বপাড়া এলাকার আরব আলী প্রাং এর মোবাইল ফোনে প্রায় ছয় মাস আগে অজ্ঞাতনামা ব্যক্তি জ্বীনের বাদশা পরিচয় দিয়া তাকে আল্লাহর নামে শপথ করাইয়া ধর্মীয় ভাবে ইসলামের নানা বিষয়ে মিথ্যা বুঝাইয়া ও প্রলোভন দেখাইয়া তার ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করিয়া জ্বীনের বাদশা পরিচয় দিয়ে তাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেওয়া আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় গত ১৪ জুন মামলা দায়ের করলে ডিবি পুলিশের একটি দল গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

বার্তাবাজার/এম আই