নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় চাঞ্চল্যকর দুটি পৃথক হত্যা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে হাতিয়া থানা পুলিশ। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃত সকল আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, গত ৩ ও ৪ সেপ্টেম্বর উপজেলার জাহাজমারা ইউনিয়নে ভিন্ন ভিন্ন দুইটি হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত আসামিদের স্থানীয় জনগণ ও নৌবাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার করে হাতিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সোহেল (৩২) ও জুয়েল (২২) জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব বিববিরি গ্রামের বাকের মেস্তরীর ছেলে। তারা হাতিয়া থানার ০৬(৯)২৪ যুবদল নেতা বেলাল হত্যা মামলার এজাহারভূক্ত ১ ও ২নং আসামি।

গ্রেপ্তারকৃত অপর আসামিরা হলেন, ০৭(৯)২৪ জায়গা জমির জেরে আবুল কালাম প্রকাশ কামাল মোল্লা হত্যা মামলার ৩নং আসামি আবুল কালাম ওরপে গেসু মাঝি (৬৫), পিতা-আমান উল্যাহ , ০৬নং আসামী-পিয়ারা বেগম (৩২), স্বামী- মৃত রিয়াজ উদ্দিন, ৭নং আসামী- কমলা বেগম (২৬), স্বামী-ফাইম উদ্দিন, ৮নং আসামী-মহিমা খাতুন (৬০), স্বামী- সিরাজ উদ্দিন, ০৯নং আসামী- রুকি (৪০) পিতা-সিরাজ উদ্দিন, ১১নং আসামী-আবদুর রহমান প্রকাশ রহমত কসাই (৩৮) পিতা- সেহনাজ উদ্দিন প্রকাশ সেহনাজ সর্দার। তারা সবাই জাহাজমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড নতুন সুখচর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ জিসান আহমেদ বলেন, সম্প্রতি দুটি হত্যা মামলার প্রধান আসামী সহ ৯জনকে গ্রেপ্তার করা হয়। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।