ন্যাশনাল ক্যাডেট কোরের(বিএনসিসি) দ্বিতীয় সর্বোচ্চ পদ ‘ক্যাডেট সার্জেন্ট’ হিসেবে পদোন্নতি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) বিএনসিসি প্লাটুনের মো.ফাহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৫ জুন ) নোবিপ্রবি বিএনসিসির ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মোঃ ফাহাদ হোসেনকে ক্যাডেট সার্জেন্টের ব্যাচ পড়িয়ে দেন নোবিপ্রবি বিএনসিসির প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) প্রভাষক মো: মাহবুবুল আলম নাঈম।

পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনসিসির এক্স সিইউও নুরুল আবসার, আব্দুল্লাহ আল মামুন সাব্বির, এক্স সার্জেন্ট আহমেদ উল্ল্যাহ শিমুল, কবিরুল ইসলাম, তামান্না তাম্নী সহ বিএনসিসির ডি কোম্পানির ক্যাডেট আন্ডার অফিসার নজরুল ইসলাম ফয়সাল সহ বর্তমান ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ সম্পর্কে মোঃ ফাহাদ হোসেন বলেন, বিএনসিসি একটি আধা সামরিক সংরক্ষিত বাহিনী। জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী এ তিন মূলমন্ত্রে বিশ্বাসী এ বাহিনীর নোবিপ্রবি প্লাটুনের সার্জেন্টের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে আনন্দের এবং গর্বের বিষয় । আমি নিজের সর্বোচ্চ চেষ্টা মাধ্যম এ দায়িত্ব পালনের চেষ্টা করবো এমন ।

উল্লেখ্য, ক্যাডেট সার্জেন্ট মোঃ ফাহাদ হোসেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্তাবাজার অনলাইন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বার্তা বাজার/জে আই