মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর ( মুক্তমঞ্চ) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি আনাস উল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বৈরাচারী সরকার পতন ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। আন্দোলনে যে সকল ছাত্র শহীদ হয়েছে তার কোনদিনই ভুলবার নয়। ইসলামী ছাত্র আন্দোলন ভূমিকা ছিল অনেক। যারা ঘুম খুন অন্যায় অত্যাচার করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দাবি জানান এবং নতুন করে কোন স্বৈরাচার সরকার দেশ পরিচালনা করবে তা ছাত্র জনতা কোনদিনই মেনে নেবে না।

এ সময় অন্যান্যদের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি এইচ এম ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলনের সদর থানা শাখার সভাপতি হাঃ জয়নুল আবেদীন,পুষ্পপাড়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওঃ আব্দুল রহিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফরিদী,দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মোক্তাদির হোসাইন মারুফ।