ফরিদপুরের আলফাডাঙ্গায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তিতে দিনটিকে স্মরণীয় করে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘শহীদি মার্চ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা শহীদি মার্চ পালনে একটি মিছিল বের করে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন। পরে কোটা বিরোধী আন্দোলনে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে কর্মসূচি শেষ করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
কর্মসূচির প্রধান সমন্বয়ক এস এম হাফিজুর রহমান জানান, ‘চব্বিশের আন্দোলনে যে সকল ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়ে সংগ্রামকে বাঁচিয়ে রেখেছিলেন, তাদের ত্যাগের মূল্য কোনোভাবেই দেওয়া সম্ভব না। শহিদরা আমাদের দেখিয়েছেন যে, সত্যের পথে চলতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। তাদের এই আদর্শ ছাত্র-জনতাকে নতুন এক উদ্যম জাগিয়েছে। আমরা সকল সংগ্রামী আত্মার মাগরিফাত কামনা করি এবং শহিদদের আদর্শকে চিরস্মরণীয় রাখতে চাই।’
বার্তাবাজার/ এসএইচ