আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি বিদেশিদের কাঁধে ভর করে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সহ্য করছে সরকার ও প্রশাসন। তারা যে ভাষায় কথা বলছে তাতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। কিন্তু গণতন্ত্রের স্বার্থে সরকার ও প্রশাসন এখনও নিরব আছে।
বুধবার (১৪ জুন) কেরানীগঞ্জের ঘাটারচরে মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
কামরুল ইসলাম আরও বলেন, দেশের চলমান বিদ্যুতের সংকট কেটে যাবে। বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা বা পাকিস্তান হবে না। শুধু শেখ হাসিনার নেতৃত্বেই সংকট থেকে উত্তরণ সম্ভব। তার নেতৃত্বে সবক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে একচুল যাওয়ারও সুযোগ নেই। দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না।
বার্তা বাজার/জে আই