চাঁদাবাজ-লুটতরাজ ও সন্ত্রাসবাদের সাথে বিএনপি কিংবা আমার কোন সম্পর্ক নেই। আমার কিংবা বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি নানা অপকর্মে লিপ্ত হয় সে দায় তাকেই নিতে হবে, দল কিংবা আমি নেব না।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানী উত্তরার ৯ নং সেক্টর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সব সময় সু-সংগঠিত রাখার আপ্রাণ চেষ্টা করে গেছি আমি। যার ফলে দল আমাকে ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়। তবে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা অপপ্রচার করে চলছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আমি শুনছি বিএনপির অনেকেই ঢাকা-১৮ আসনে নানা অপকর্ম ও অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে দল অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে এটাই স্বাভাবিক। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে, এখানে আমার নাম জড়িয়ে বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালাম।
এছাড়াও তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিশ্চয় জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে যারা নানাবিধ অপরাধমূলক কাজ করে যাচ্ছে, প্রমাণ সাপেক্ষে দল নিয়মিত তাদের বিরুদ্ধে দলীয় সংবিধান অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেন। আমি ঢাকা ১৮ আসনে বসবাসরত সকল পেশা ও শ্রেণীর মানুষ নিয়ে এই আসনকে সুন্দর ও দুর্নীতমুক্ত রাখতে চাই। সেই সাথে বলতে চাই, আমার কিংবা বিএনপির নাম ভাঙ্গিয়ে যে বা যারা অপকর্ম ও অপরাধ কবরে, সে যদি আমার পরিচিত বা কাছের লোকও হয়ে থাকে তাকে প্রচলিত ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ সহায়তা করবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও উত্তরা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ।