মাদারীপুরের রাজৈর থেকে বিপুল পরিমাণ চায়না ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এসময় তিন দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক লাল মল্লিক উপস্থিত ছিলেন।

রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক লাল মল্লিক জানান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টেকেরহাট বন্দরে চায়না জাল ও কারেন্ট জাল ব্যবসায়ি ইব্রাহিম শেখকে ৫ হাজার, গোপাল রায়কে ১ হাজার ও প্রেমচাদ সরকারকে ৯ হাজার জরিমানা করে। জরিমানা আদায়ের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়। এসময় ব্যবসায়িদের কাছ থেকে ৮৮পিচ চায়না ও ১৪০পিচ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।


বার্তাবাজার/এস এইচ