টেস্ট র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের নায়ক লিটন দাস। প্রথম টেস্টে ফিফটির পর লিটন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ১৩৮ রানের ইনিংস খেলেন। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।
দারুণ ওই ইনিংস খেলায় টেস্ট র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার। টেস্টে র্যাঙ্কিংয়ে লিটন দাসের বর্তমান অবস্থান ১৫। তিনি ২৭তম অবস্থানে থেকে দ্বিতীয় টেস্ট শুরু করেছিলেন।
লিটন দাসের চেয়ে দুই ধাপ পেছনে আছেন মুশফিকুর রহিম। তিনি প্রথম টেস্টে ১৯১ রানের ইনিংস খেলে সাত ধাপ এগিয়ে ওই অবস্থানে আসেন। দ্বিতীয় টেস্টের পর তার র্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি।
টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাবর আজম এক সময় শীর্ষে উঠেছিলেন। সেখান থেকে নামতে নামতে তিনি সেরা দশের বাইরে চলে গেছেন। তিনি ৯ম অবস্থানে থেকে দ্বিতীয় টেস্ট শুরু করেছিলেন। এখন নেমে গেছেন ১২ তে। তবে মোহাম্মদ রিজওয়ান ১০ এ-ই আছেন। টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জো রুট।