কায়েদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. ফয়জুল হক এর উপস্থিতিতে এখন পর্যন্ত প্রায় ২০০০ মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়েছে ।ফেনী, কুমিল্লা, নোয়াখালীর মানুষের পাশে গলা সমান পানীতে ডুবে ডুবে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
৩ দফায় বন্যাদূর্গতদের মাঝে কায়েদ ফাউন্ডেশন এর ত্রান সামগ্রী বিতরণ এবং ঘর বাড়ী নির্মাণ এর স্বীদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দফায় ত্রান সামগ্রী বিতরণ শেষ হয়েছে। আগামীকাল থেকে ২য় পর্বের বিতরন শুরু হবে নোয়াখালীতে এবং তা আরো কিছুদিন চলমান থাকবে। ৩য় দফায় বিধ্বস্ত ঘরবাড়ি নির্মান করা হবে।
ড. ফয়জুল হক বলেন বন্যার্তদের মাঝে খাদ্য বিতরন করা, ঘর নির্মান করে সাহায্য করা এখন সকল মানুষের দায়িত্ব। তিনি সমগ্র এলাকা ঘুড়ে ঘুড়ে মানুষের সাথে মতবিনিময় করেন, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে গিয়ে তাদের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন। ড. ফয়জুল হক বলেন,বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। তিনি বলেন এই মুহুর্তে বন্যার্তদেরকে সরাসরি না দেখলে বুঝাই যাবেনা আসলে তারা কতটা কঠিন সময় পার করছে। তিনি কায়েদ ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃতীয় ধাপে মানুষের ঘর বাড়ী নির্মানে সকলের সহযোগীতা কামনা করেন। কায়েদ ফাউন্ডেশনের মাধ্যমে যারা সাহায্য করেছেন, তাদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত আয়োজন সফল করতে সহযোগীতা করেন জনাব আবুল হাসান মুহাম্মদ নেছারুল্লাহ, জনাব মো. হেলাল উদ্দিন,রিদওয়ান আহমাদ আরিক, মুহাম্মদ সাকিফ,এটিএম হাবিবুর রহমান সহ প্রায় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক।
বার্তাবাজার/ এসএইচ