ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর বাজারে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

সভায় আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. আজাদ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিজেপি’র কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিজেপি’র গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও দক্ষিণ বঙ্গের সমন্বয়ক ইকরাম আলী।

বক্তারা বলেন, সৎ, মেধাবী তরুণেরা রাজনীতিতে না আসলে দেশ সঠিক নেতৃত্ব খুঁজে পাবে না। রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ, তরুণরাই আগামীর বাংলাদেশ। এ লক্ষ্যে বিজেপি গত চার বছর ধরে কাজ করে যাচ্ছে। কোন ধরণের মৃত রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা, নৈরাজ্য, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি এসব কর্মকান্ডকে ‘না’ বলে সুস্থ ধারার মেধাভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ইমরান শেখ, আইন বিষয়ক সম্পাদক কামরান, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ তরিকুল আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সুকদেব কুমার বিশ্বাস, বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদশা মিয়া ও ক্রীড়া সম্পাদক পারভেজ আলী প্রমুখ।

বার্তাবাজার/ এসএইচ