কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেবীদ্বার পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হতে তিনি পদত্যাগ করলেন।

আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পদত্যাগপত্র জমা দেন আবুল কাশেম ওমানী। তিনি দেবীদ্বার উপজেলা যুবলীগের আহবায়ক। দেবীদ্বার পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত দেবীদ্বার উপজেলা পরিষদের নির্বাচনে আবুল কাশেম ওমানী ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন।

এ ব্যাপারে জানতে চাইলে আবুল কাশেম ওমানী বলেন, ‘এলাকার মানুষ আমাকে পছন্দ করেন। তাঁদের চাপে আমি মেয়র প্রার্থী হয়েছি। এর আগে জনগণ আমাকে ভোট দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। কিন্তু ভাইস চেয়ারম্যান হওয়ার পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। কারণ, ওই পদে থেকে তৃণমূলের কাজ তেমন করা সম্ভব হয় না, করার সুযোগও নেই। তাই আসন্ন পৌরসভায় মেয়র পদে অংশ গ্রহণ করেছি।’

পৌর এলাকার বাসিন্দা কানু মিয়া কারার বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করে আসছেন। জনগণের ইচ্ছা পূরণ ও এলাকার উন্নয়নের স্বার্থে বাধ্য হয়ে ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। আশা করছেন বিপুল ভোটে মেয়র পদে বিজয়ী হবেন।

এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করে জেলা প্রশাসকের পরামর্শে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/জে আই