বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে মনকলা খেয়ে কোনো লাভ নেই। আপনারা না এলেও সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর হাজারীবাগ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি দল যারা আইন-বিচার কিছুই মানে না। উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। উন্নত বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারের মতো আজব সরকার নেই। অথচ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়। তারা বিদেশিদের প্রভাবিত করে আবারও ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন স্বপ্ন দেখছে। কিন্তু বিদেশিদের কাছে গিয়ে লাফালাফি করে তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, দুই সিটি নির্বাচনে মানুষের অংশগ্রহণে বিএনপি হতাশাগ্রস্ত। তারা দুঃস্বপ্ন দেখেছিল যে সাধারণ মানুষ ভোট বর্জন করবে। কিন্তু সেটি হয়নি।
ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ পরাজিত হলে বিএনপি বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ ছাড়া কখনোই তারা সুষ্ঠু নির্বাচনের কথা স্বীকার করবে না। আগামীতে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ হবে।
বার্তা বাজার/জে আই