রক্তজল করে জমানো টাকায় হয়েছিল বাড়ি। কিন্তু কে জানত, মধুমতি নদীর ধারে বাড়ি তৈরি করাই কাল হবে একদিন। চোখের নিমিষে তাসের ঘরের মতো নদী গর্ভে বিলীন একতলা পাকা বাড়ি। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চর আজমপুর গ্রামে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ওই এলাকার বাসিন্দা দিদার শিকদারের একতলা পাকা বাড়িটি প্রমত্তা মধুমতি নদীর তীব্র স্রোতে নদীগর্ভে বিলীন হয়ে যায়। তবে বাড়িটি বিলীন হওয়ার আগেই ওই বাড়ির বাসিন্দারা নিরাপদে আসতে সক্ষম হন।
বিষয়টি নিশ্চিত করে টগরবন্দ ইউপি চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান বলেন, ‘মধুমতি নদীর তীব্র স্রোতের কারণে ভাঙন রুদ্ররূপ ধারণ করেছে। টগরবন্দ ইউনিয়নের চর আজমপুর, চরডাঙ্গা, চাপুলিয়া গুচ্ছগ্রামে শতাধিক পরিবার তীব্র হুমকির মুখে।ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে এতে ভাঙন ঠেকানো যাচ্ছে না।
বার্তাবাজার/ এসএইচ