গত ৭ জুন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিন ইলিয়টগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের শপথ গ্রহন করার কথা ছিল।

কিন্তু শপথ গ্রহণের ঠিক একদিন আগে ১২ জুন জেলা প্রশাসক কার্যালয়ের এক চিঠিতে ‘প্রশাসনিক কারন’ দেখিয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথগ্রহণ আবারো স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসনিক কি কারনে শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর না দিয়ে বলেন, আপনি সম্ভব হলে একটু অফিসে আসবেন।

এর আগে স্থানীয় সরকার বিভাগের আইনজীবী মো: আশরাফুল আলমের আইনগত মতামত অনুযায়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের শপথ গ্রহনের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ধারা অনুযায়ী শপথ গ্রগদহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ৬ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ- ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে কুমিল্লা জেলা প্রশাসককে জানানো হয়।

উল্লেখ্য- গত ২০২২ সালের ২৯ ডিসেম্বর এ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছিল।

বার্তা বাজার/জে আই