ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষকের ছদ্মবেশে মাদকসহ শরিফুল ইসলাম শেখ (৪০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত. বদিয়ার শেখের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। তিনি পাঁচ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন পলাতক ছিলো। নিজেকে আত্মগোপনে রেখে মাদক ব্যবসা চালিয়ে যেত সে। বিভিন্ন সময় তাকে আটক করতে পুলিশ অভিযান চালায়। কিন্তু তিনি অপরিচিত কাউকে শার্ট-প্যান্ট পরা দেখলে গা ঢাকা দিয়ে থাকতেন। অবশেষে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ পরণে লুঙ্গি ও গলায় গামছা পরে পুরোদস্তুর কৃষকের ছদ্মবেশ ধারণ করে তাকে গ্রেফতার করে। সেইসাথে গ্রেফতারের সময় তার নিকট থেকে ৮১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

কৃষকের ছদ্মবেশ ধারণের কারণ জানতে চাইলে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ জানান, পুলিশ পরিচয় জানতে পারলে আসামি পালিয়ে যাবে। তাই পরিচয় গোপন করে এই ছদ্মবেশ ধারণ করে আসামী ধরেছি।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বার্তা বাজার’কে বলেন, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীকে নিয়মিত মামলা রুজুপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/জে আই