সন্ধায় গ্রামের বাজার থেকে ব্যাগ নিয়ে বাড়িতে ফিরছিলেন আব্দুস খালেক (৪০)। হঠাৎ সামনে পুলিশের উপস্থিতি দেখে হাতে থাকা ব্যাগ ফেলে দৌঁড় দেন তিনি। সেই ব্যাগে মিললো ১ কেজি গাঁজা।

সোমবার (১২ জুন) সন্ধা সাড়ে ৬টায় এভাবেই প্রায় ২০ হাজার টাকা মূল্যের গাঁজা জব্দ করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। তবে ব্যাগের মালিক আব্দুস খালেককে আটক করতে ব্যর্থ হয় তারা। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) লিখন কুমার মন্ডল বাদী হয়ে একজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে।
পলাকত মাদক ব্যবসায়ী আব্দুস খালেক (৪০) উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী (হরিপাড়া) গ্রামের মৃত চান মিয়া সওদাগরের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, হরিপাড়া মসজিদের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থায় করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হলে, একজন ব্যক্তি হাতে থাকা ব্যাগ ফেলে রেখে দৌঁড় দেয়। আমাদের সদস্যরাও পিছু নেয়। তবে কৌশলে সে পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, ফেলে যাওয়া ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। পলাতক আসামী দীর্ঘদিন থেকেই মাদকের জমজমাট ব্যবসা
করে আসছে। তাকে গ্রেপ্তারে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।

বার্তা বাজার/জে আই