নোয়াখালীর ৯ উপজেলার মধ্যে আট উপজেলায় ভয়াবহ বন্যায় কৃষিখাতে ক্ষতির পরিমাণ প্রায় ৬৪৩ কোটি টাকা।
সোমবার (২ সেপ্টেম্বর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মীরা রানী দাস জানান। তিনি বলেন, বন্যায় জেলায় মোট ৩৮ হাজার ৪৫৬ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এরমধ্যে রোপা আমন ২৫ হাজার ৬০১ হেক্টর, বীজতলা চার হাজার ৫৩৬ হেক্টর, আউশ চার হাজার ৫২১ হেক্টর, শরৎকালীন সবজি তিন হাজার ২১৬ হেক্টর, ফল বাগান ৪৩৭ হেক্টর, পানের বরজ ৫৭ হেক্টর, আখ ১৩ হেক্টর, আদা ২০ হেক্টর ও হলুদ ৫৫ হেক্টর ক্ষতি হয়েছে।
ডা. মীরা রানী দাস আরও বলেন, টাকার অংকে এ ক্ষতির হিসাব করা কঠিন। তারপরও প্রাথমিকভাবে বন্যায় নোয়াখালীতে কৃষিখাতে প্রায় ৬৪৩ কোটি টাকা ক্ষতি নিরূপণ করা হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, সোমবার সকাল পর্যন্ত গত ১৫ ঘণ্টায় নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় ৪০ মিলিমিটার পানি কমেছে। এছাড়া আট উপজেলার ৮৭ ইউনিয়নের ১৭ লাখ ৮৭ হাজার মানুষ এখনো পানিবন্দি। এদের মধ্যে এক হাজার ৬৩ আশ্রয়কেন্দ্রের দুই লাখ এক হাজার মানুষ আছেন।
বার্তাবাজার/এসএইচ