ময়মনসিংহের ভালুকায় স্থানীয় বনবিভাগ কর্তৃক হয়রানি, মিথ্যা মামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভুগী এলাকাবাসি। ১ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে উপজেলা চত্ত্বরে ওই মানববন্ধানের আয়োজন করে তারা বন বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ডিমার্কেশ করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে, আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন, হয়রানি, চাঁদাবাজির ও মিথ্যা মামলা দেওয়া যাবেনা।চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার, যার বিআরএ পর্চা রয়েছে তার খাজনা নেওয়ার ব্যবস্থাসহ নয় দফা দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, আমির, বাংলাদেল জামায়াতে ইসলাম ভালুকা উপজেলা শাখা সাইফুল্লাহ পাঠান ফজলু, সাবেক চেয়ারম্যান মল্লিকবাড়ী ইউপি সারুয়ার জাহান এমরান, বিএনপি নেতা মজিবুর রহমান মজু, পৌর বিএপি নেতা আহসান উল্লাহ খান রুবেল প্রমূখ।
বার্তাবাজার/ এসএইচ