বিগ ব্যাশ লিগে (বিবিএল) দল পেয়েছেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে যাবেন তিনি। বাংলাদেশি তরুণ এই লেগস্পিনারকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেনস।
আজ শনিবার কেএফসি বিবিএল এবং ডব্লিউবিবিএল- এর ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানে নাম ওঠে রিশাদের। এর আগে বিগ ব্যাশ লিগে বাংলাদেশ থেকে খেলতে গেছেন কেবল সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন রিশাদ। কুশলী বলে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছিলেন তিনি।
২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৯ উইকেট শিকার করেছেন রিশাদ। ইকোনমি ৭.৩৬। ডানহাতি এই লেগি টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।
বার্তাবাজার/এসএম